গণসংবর্ধনা এলাকায় জরুরি স্বাস্থ্য সেবায় প্রস্তুত অ্যাম্বুলেন্স
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গণসংবর্ধনা অনুষ্ঠানের আশপাশ এলাকায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্স প্রস্তুত রেখেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা ছুটে আসছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, সংবর্ধনাস্থর ৩০০ ফিট ও আশপাশের এলাকাগুলোতে। সমাবেশে অংশ নিতে আসা নেতাকর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে কুড়িল বিশ্বরোডসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে জরুরি স্বাস্থ্যসেবার ব্যবস্থা নেওয়া হয়েছে।
সমাবেশস্থলে প্রস্তুত রাখা প্রতিটি অ্যাম্বুলেন্সে লেখা রয়েছে—‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জরুরি স্বাস্থ্যসেবা’। অ্যাম্বুলেন্সগুলোতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় সরঞ্জামও রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
বিমানবন্দরে নামার পর বিএনপির জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়ের সংবর্ধনাস্থলে যাবেন। সেখানে অপেক্ষায় থাকা নেতা-কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন। অন্য কেউ বক্তব্য দেবেন না।
বিএনপি বলছে, জনদুর্ভোগ এড়াতে তারেক রহমান ছুটির দিনে দেশে ফিরছেন এবং গণসংবর্ধনার স্থল হিসেবে পূর্বাচলকে বেছে নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক