ওসমান হাদির মৃত্যুতে ময়মনসিংহে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে ময়মনসিংহে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জুলাই চত্বরে সমবেত হন ছাত্র-জনতা। পরে জুলাই চত্বর থেকেই বিক্ষোভ মিছিল করেন ছাত্র-জনতা।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জুলাই চত্বরে সমাবেশ করেন তারা। মিছিল ও সমাবেশে বক্তব্য দেন বৈবিছাআ ময়মনসিংহ মহানগরের সাবেক আহ্বায়ক মো. অলিউল্লাহ, সদস্য সচিব আনম আয়াশ, যুগ্ম সদস্য সচিব হানযালা মুন্না, ইনকিলাব মঞ্চের কাজী আরিফ, মাজহারুল ইসলাম, এস এম রায়হান সহ জুলাই যোদ্ধারা।
সমাবেশে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে, ভারতীয় আগ্রাসনবিরোধী স্লোগান দেয়। সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগ এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

আইয়ুব আলী, ময়মনসিংহ