গণঅধিকারে যোগ দিতে পারেন আসিফ মাহমুদ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফের গণঅধিকার পরিষদে যোগ দিতে পারেন বলে জানিয়েছেন দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
আজ বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে এনটিভি অনলাইনকে মুঠোফোনে তিনি বিষয়টি জানান।
আবু হানিফ বলেন, বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে। এখনই নিশ্চিত করে বলছি না। তবে যেহেতু আলোচনা চলছে সেহেতু সম্ভাবনা রয়েছে। তিনি গণঅধিকার পরিষদে যোগ দিতে পারেন।
আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণার পর কার্যকর হবে আসিফ মাহমুদের পদত্যাগপত্র, তারপরেই কি গণঅধিকার পরিষদে যোগ দিবেন তিনি? এমন প্রশ্ন আবু হানিফ বলেন, যেহেতু আলোচনা চলছে যে কোনো মুহূর্তে জানানো হবে তার বিষয়টি। আগে চূড়ান্ত হোক।
এর আগে, বুধবার সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এদিকে বিকেলে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন তিনি।
সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নির্বাচন করব, এটা নিশ্চিত। তবে পদত্যাগের বিষয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে পারব না। পদত্যাগের বিষয়ে পরবর্তী তথ্য জানা যাবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। সেখান থেকেই এই বিষয়ে জানানো হবে।

নিজস্ব প্রতিবেদক