দুর্নীতির আশঙ্কা থাকে এমন মেগা প্রজেক্টে যাবে না বিএনপি : তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির আশঙ্কা থাকে এমন মেগা প্রজেক্টে যাবে না। বরং বিনিয়োগ করা হবে শিক্ষা, দক্ষ জনবল তৈরিসহ মানবসম্পদ উন্নয়নে।
আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার ৮০ থেকে ৮৫ শতাংশ হবেন নারী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অতীতে মানবাধিকার লঙ্ঘনের যে ভয়াবহ অভিজ্ঞতা দেশ দেখেছে—তা আর কখনও পুনরাবৃত্তি হোক, বিএনপি তা চায় না।
তারেক রহমান বলেন, মানুষের বেঁচে থাকার অধিকার জন্মগত অধিকার। মর্যাদার সঙ্গে বাঁচার পরিবেশ তৈরি করা রাষ্ট্রের দায়িত্ব।
দেশকে বাঁচাতে ধানের শীষকে বিজয়ী করার কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের নারী সমাজকে পর্যায়ক্রমে আর্থিকভাবে সাবলম্বী করার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, এ উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিকভাবে শক্তিশালী ভিত্তি গড়ে তোলা হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, কৃষিক্ষেত্রে শক্ত ভিত তৈরি হলে ধীরে ধীরে কৃষিপণ্য রপ্তানিতেও বাংলাদেশ এগিয়ে যেতে পারবে।
তারেক রহমান পুনরায় উল্লেখ করেন, অতীতের মতো মানবাধিকার লঙ্ঘন আর কোনো দিন যেন কারো জীবনে না ঘটে—এ ব্যাপারে বিএনপি অঙ্গীকারবদ্ধ।
শিক্ষা ব্যবস্থার উন্নয়নের বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষায় দক্ষ হবে—এমন শিক্ষা কাঠামো তৈরি করাই লক্ষ্য।
তারেক রহমান বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণে সঠিকভাবে কাজ করা গেলে ১০ বছরের মধ্যেই এর সুফল পাওয়া যাবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া—এই তিন মন্ত্রণালয় সারা বছর সমন্বিতভাবে কাজ করবে।
তারেক রহমান বলেন, দমবন্ধ করা শহরে খেলার মাঠ নেই—এ সমস্যা দূর করতে সর্বত্র খেলার মাঠ তৈরি করা হবে। তিনি দাবি করেন, কোনো রাজনৈতিক দল ভবিষ্যৎ বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে—সে বিষয়ে পরিকল্পনা দেয়নি। একমাত্র বিএনপিই সুস্পষ্ট পরিকল্পনা দিয়েছে। আমরা তা বাস্তবায়ন করতে চাই।

নিজস্ব প্রতিবেদক