পদত্যাগের বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে : আসিফ
পদত্যাগের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমাদের পদত্যাগের বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই বিষয়ে কথা বলবেন।
আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ের সাত নম্বর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমি আগেও বলেছি এখনও বলছি আমি নির্বাচন করব। তবে কোন আসন বা দল থেকে করব সে বিষয়ে পরে জানাব।
স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, কোন দল বা কোন আসন থেকে করব সেটা পরে জানাবো।

নিজস্ব প্রতিবেদক