খাদ্য মজুদ যা থাকার কথা তার চেয়ে বেশি আছে : খাদ্য উপদেষ্টা
কুমিল্লায় ইউএনও ও খাদ্য কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি : এনটিভি
দেশে যে পরিমাণ খাদ্য মজুদ থাকার কথা তার চেয়ে বেশি মজুদ আছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
আজ সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এ খাদ্য মজুদের তথ্য জানান খাদ্য উপদেষ্টা।
খাদ্য উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে সাড়ে ১৪ লাখ টন চাল মজুদ আছে। গত বছর এ সময় ছিল সাড়ে ১১ লাখ টন। এখনও তিন লাখ টন চাল বেশি মজুদ আছে।
খাদ্য উপদেষ্টা খাদ্য দ্রব্যের দাম প্রসঙ্গে বলেন, চাল-গম, ভুট্টার দাম নিম্নমুখী আছে। তবে এ বিষয়য়ে অভিযোগ আছে কৃষক লাভবান হচ্ছে না। এ তিনটি খাদ্যপণ্যের দাম বাড়েনি বরং কমেছে। আর যেন না কমে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মাহফুজ নান্টু, কুমিল্লা