বিয়ের ‘পানসল্লা’ বৈঠকে ছুরিকাঘাতে যুুবক নিহত
চট্টগ্রামের হাটহাজারি উপজেলায় বিয়ের প্রস্তুতিমূলক সামাজিক বৈঠকে (পানসল্লা) ছুরিকাঘাতে মো. রবিউল ইসলাম প্রকাশ বাবু (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
ঘটনাটি গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) দিনগত রাত ৮টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নস্থ মুছা সওদাগরের বাড়িতে ঘটেছে।
নিহত বাবু মুছা সওদাগরের বাড়ির মুক্তিযোদ্ধা জহুরুল হক কোম্পানির বড় ছেলে। তিনি নাজিরহাট ঘাট স্টেশন এলাকার একজন ব্যবসায়ী ছিলেন। আহত অন্য দুইজন হলেন- বাবুর চাচাতো ভাই ইমরুল হোসেন বাচ্চু (৩৫) ও ইমন (২১)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ওই বাড়িতে একটি বিয়ের প্রস্তুতিমূলক সামাজিক বৈঠক (পানসল্লা) চলছিল। বৈঠক চলাকালীন বাবুর সঙ্গে একই বাড়ির জসিমের (৪৮) বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জসিম ঘর থেকে চাকু এনে বাবুর গলায় আঘাত করলে বাবুসহ মোট তিনজন আহত হন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের দ্রুত পার্শ্ববর্তী ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলাম বাবুকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাজিব বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন, অন্য দুইজন চিকিৎসাধীন।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া জানান, ঘটনাস্থল থেকে জসীম নামে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)