পাবনায় মা কুকুর পেল ৪ ছানা
পাবনার ঈশ্বরদীতে আট ছানার মৃত্যু শোকে কাতর হয়ে পড়েছিল মা কুকুর ‘টম’। ছানা হারানোর পর গত সোমবার থেকে তার কোনো স্থিরতা ছিল না। চারদিকে ছানাদের খোঁজে হাহাকার করছিল সে। এরপর মানবিক উদ্যোগ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
ইউএনওর পরামর্শে (৩ ডিসেম্বর) ঈশ্বরদীয়ান স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা শাহরিয়ার অমিত দুটি কুকুরছানা নিয়ে আসেন টমের জন্য। সংগঠনের কর্মকর্তারা কুকুরছানার শরীরে টমের দুধ মেখে দেন। মুহূর্তেই গন্ধ শুঁকে টম দুই ছানাকে আপন করে নেয়।
এরপর আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইউএনওর নির্দেশে শাহরিয়ার অমিত আরও দুটি ছানা নিয়ে আসেন। এ দুটি ছানার মা মারা যাওয়ায় ঈশ্বরদীয়ান সংগঠন এগুলোর খবর পেয়ে উপজেলা প্রশাসনের কাছে তুলে দেয়। একই কায়দায় টমের দুধ ছানাদের শরীরে মাখিয়ে দিলে টম নতুন দুই ছানাকেও নিজের হিসেবে গ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মো. মনিরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। সবাই টমের স্নেহমাখা আচরণ দেখে বিস্মিত হন।
স্থানীয়রা এনটিভি অনলাইনকে জানায়, ‘টম নতুন চারটি ছানাকে আগলে রাখছে, দুধ খাওয়াচ্ছে যেন আগের মতোই আপন করে নিয়েছে।’
ঈশ্বরদীয়ান স্বেচ্ছাসেবী সংগঠনের মুখপাত্র শাহরিয়ার অমিত এনটিভি অনলাইনকে বলেন, ‘টম মানসিকভাবে ভেঙে পড়েছিল। ছানা হারানোর শোকে দুধ জমে গিয়ে প্রচণ্ড কষ্ট পাচ্ছিল। তাই দুটি ছানা দেওয়ার পর তার আচরণে পরিবর্তন আসে। আজ আরও দুটি ছানা পাওয়ার পর টম যেন তার ছানাদেরই ফিরে পেয়েছে। এটাই আমাদের সবচেয়ে বড় সুখ।’
ইউএনও মো. মনিরুজ্জামান এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা চাই টম আবার নতুন জীবন ফিরে পাক। কয়েক দিন ধরে আমাদের পুরো প্রশাসনের নজরে ছিল এই মা কুকুরটি। আল্লাহর রহমতে স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় টমকে চারটি নতুন ছানা দিতে পেরেছি—এটাই আমাদের বড় সান্ত্বনা।’

রাসেল আলী, পাবনা (ঈশ্বরদী)