কারখানায় গ্যাসের গন্ধে দুই শতাধিক শ্রমিক অসুস্থ
পাবনার ঈশ্বরদীর এক্সপোর্ট প্রোমোশন জোনের (ইপিজেড) একটি চুল প্রক্রিয়াজাতকরণ কারখানার দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আজ শনিবার (১৫ নভেম্বর) ইপিজেডের ‘হাইজিনটোন হেয়ার প্রোডাক্টস কোং লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে। হঠাৎ শ্রমিকেরা একে একে অসুস্থ হয়ে পড়লে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিক ছুটি ঘোষণা করে।
কারখানাটিতে কর্মরত খাদিজা বেগম, মুর্শিদা খাতুন, সুমাইয়া খাতুন, রোজিনা আক্তার, ইসমাইল বাবু, রোকসানা খাতুন, লিয়ন হোসেনসহ অসুস্থ শ্রমিকেরা বলেন, আজ শনিবার সকাল ৯টার দিকে তারা কাজে যোগ দেন। এর পরই এক ধরনের গ্যাসের গন্ধ অনুভব করেন তারা। কিছুক্ষণ পরই তাদের শ্বাস নিতে সমস্যা হয়। নিশ্বাস নিতে সমস্যা হওয়ায় কেউ মাথা ঘুরে পড়ে যান, কেউ বমি করতে শুরু করেন। এভাবে কিছুক্ষণের মধ্যে একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন।
খবর পেয়ে ইপিজেডের দমকল বাহিনী ও অন্যান্য প্রতিষ্ঠানের লোকজন এসে তাদের উদ্ধার করে ইপিজেড হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়।
ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালক শহীদুল ইসলামসহ বেপজা কর্তৃপক্ষ সরেজমিনে ওই প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (জরুরি বিভাগ) মো. উজ্জ্বল হোসেন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৪৫ জন ভর্তি হয়েছেন। কিছুক্ষণ পরপরই চিকিৎসার জন্য রোগী আসছেন বলে জানান তিনি। বেড সংকটের কারণে তাদের বারান্দায় বিছানা পেতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. ইব্রাহিম হোসেন রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে জানান, অক্সিজেন স্বল্পতায় শ্বাস-প্রশ্বাসে বাধাগ্রস্ত হয়ে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েন। ইপিজেড হাসপাতাল ও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে আরও দেড়শ’ শ্রমিক চিকিৎসা নিয়েছেন। অনেকে ভর্তি রয়েছেন।
ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালক মো. শহীদুল ইসলাম বলেন, প্রতিষ্ঠান পরিদর্শন করে জানতে পেরেছি, বন্ধ এসি চালু করার পর এসির বাতাস স্বল্পতা ও গুমোট অবস্থার কারণে অক্সিজেন স্বল্পতা দেখা দেয়। এতে দু-একজন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে প্রায় ২ শতাধিক নারী শ্রমিক একজনের দেখাদেখি অন্যরাও এক ধরনের ‘পেনিক অ্যাটাক’ ও হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে সবাই অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাৎক্ষণিকভাবে ওই প্রতিষ্ঠানে এক দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

এ বি এম ফজলুর রহমান, পাবনা