মেডিকেল টেকনোলজিস্টদের আন্দোলনে ‘জয় বাংলা’ স্লোগান
রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি চলাকালে এক বক্তব্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশের ন্যায় রাজশাহীতেও ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে এই কর্মসূচি পালিত হয়। এরই একপর্যায়ে এ ঘটনা ঘটে।
স্লোগানদাতার নাম বেলাল হোসেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ব্লাড ব্যাংকের টেকনোলজিস্ট হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।
জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে রামেক হাসপাতাল চত্বরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অর্ধদিবস কর্মবিরতি পালন করে। এ সময় হাসপাতালের রক্ত পরীক্ষা, এক্স–রে, সিটি স্ক্যান, এমআরআইসহ গুরুত্বপূর্ণ সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা বন্ধ থাকে। ফলে ভর্তি রোগী ও বহির্বিভাগে আগতদের ভোগান্তি পোহাতে হয়। দাবি আদায়ে অবস্থান কর্মসূচিতে তারা সম্মিলিতভাবে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দিতে থাকে।
একপর্যায়ে বক্তব্য দিতে শুরু করেন টেকনোলজিস্ট বেলাল হোসেন। তিনি দাবি আদায়ের বিভিন্ন যৌক্তিকতা ও বৈষম্যের চিত্র তুলে ধরেন। তবে বক্তব্যের শেষ পর্যায়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন তিনি। এ সময় তাকে বেশ উৎফুল্ল দেখায়। এ ছাড়া তার আশপাশে থাকা আন্দোলনকারীদের হাসাহাসি করতে দেখা গেছে। মুহুর্তেই সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জানতে বেলাল হোসেনকে একাধিকবার ফোন করলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়। ফলে তার কোনো মন্তব্য জানা যায়নি। তবে আজ সন্ধ্যায় ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম। সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ভাইদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। আমাদের অনেক সময় অনেক ভাবেই জোর করে এ রকম স্লোগান দেওয়ানো হয়েছে। আমার হঠাৎ করে মুখ থেকেই স্লোগানটা বের হয়ে গেছে। টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট জাতির কাছে আমি অন্তরের অন্তঃস্তল থেকে ক্ষমা চাচ্ছি। আমার ভুলের জন্য সকল টেকনোলজিস্ট এর পায়ে হাত দিয়ে আমি ক্ষমা চাচ্ছি। ইতিপূর্বে এ রকম ভাষণ দেওয়ার কোনো অভিজ্ঞতা আমার ছিল না। হঠাৎ করে আজকে ভাষণ দিতে যে (গিয়ে) ভুল করে বসেছি। আমি আবারও সকল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের কাছে আন্তরিক ভাবে আমার এই কথার জন্য দুঃখ প্রকাশ করছি। আমার সহকর্মীসহ সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।’
জানতে চাইলে রাজশাহী জেলা মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের (এমটিএফ) সভাপতি মামুন অর রশিদ বলেন, এখানে বিএনপিপন্থী আমাদের যে পেশাজীবী সংগঠন আছে এমট্যাব এবং জামায়াতপন্থী যে পেশাজীবী সংগঠন আছে এমটিএফ, তাদের যৌথ উদ্যোগ ও ব্যবস্থাপনায় এই প্রোগ্রাম চলেছে। আর উনি যে বক্তব্য দিয়েছেন এটা আমার নখদর্পণে ছিল না। এটার জন্য সেই মূলত দায়ী। আর যে বক্তব্য দিয়েছে তার বিষয়ে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব।

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)