জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যে পুলিশের নিন্দা
চট্টগ্রাম মহানগর জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক এমপি শাহজাহান চৌধুরী ‘নির্বাচনি দায়িত্বশীল সম্মেলন’-এ দেওয়া তার বিতর্কিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। সংগঠনটিতে কনস্টেবল থেকে ইন্সপেক্টরসহ সব স্তরের পুলিশ সদস্যই যুক্ত আছেন।
সংগঠনটির সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাহজাহান চৌধুরীর নাম উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই অনুষ্ঠানে শাহজাহান চৌধুরী প্রকাশ্যে বলেছেন, ‘যার যার নির্বাচনি এলাকায় প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। পুলিশকে আপনার পিছনে পিছনে হাঁটতে হবে, থানার ওসি আপনার প্রোগ্রাম সকালে জেনে নিয়ে আপনাকে প্রটোকল দিবে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের বক্তব্য শুধু বাংলাদেশ পুলিশের প্রতি অপমান, মানহানি, হীন প্রচেষ্টা এবং সংবিধানসম্মত দায়িত্ব ও পেশাদারিত্বকে অবমাননাকর। কোনো দল, ব্যক্তি, গোষ্ঠী বা ব্যক্তির কথায় ওঠা-বসা করার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের বক্তব্য নির্বাচনকালীন নিরপেক্ষতা ও শান্তিপূর্ণ পরিবেশকে বিপর্যস্ত করতে পারে। এসব মন্তব্যের মাধ্যমে জনমনে পুলিশ সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি হতে পারে।
বিজ্ঞপ্তিতে শাহজাহান চৌধুরীর দেওয়া মানহানিকর বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। বলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীকে অপমান ও বিভ্রান্ত করার জন্য তার দুঃখপ্রকাশ করা আবশ্যক।

নিজস্ব প্রতিবেদক