হাজারও মোটরসাইকেল নিয়ে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর শোডাউন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এস এন তরুণ দে হাজারও মোটরসাইকেল নিয়ে বিশাল শোডাউন করেছেন। গতকাল রোববার (২৩ নভেম্বর) বিকেলে আশুগঞ্জ থেকে সরাইল পর্যন্ত এই মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এস এন তরুণ দে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যফ্রন্টের মহাসচিব।
বিএনপি দেশব্যাপী ২৩৭টি নির্বাচনি আসনে দলীয় প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এখনও কোনো প্রার্থী ঘোষণা করেনি। ফলে দলীয় মনোনয়নপ্রত্যাশীরা এখনও মাঠে সক্রিয় রয়েছেন।
দলীয় মনোনয়ন প্রসঙ্গে এস এন তরুণ দে বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের আমরা জানিয়েছি, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি যেন জোটের কাউকে মনোনয়ন না দেওয়া হয়। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সরাইল-আশুগঞ্জের মানুষ আবারও বঞ্চিত হবেন। আমরা সরাইল-আশুগঞ্জের মানুষ চাই, দলের কাউকে মনোনয়ন দেওয়া হোক।’

শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)