মহিপুরে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা
পটুয়াখালীর মহিপুরে ইয়াবা বহনের অভিযোগে মো. মিজানুর রহমান (৩৫) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরের দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের মহিপুর সদরের রাজা ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। আটক মিজানুর রহমান কলাপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশের একটি টিম মিজানুর রহমানের মোটরসাইকেলে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এই অভিযানে সেনাবাহিনীর সদস্যরাও সহায়তা করেন। পরে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ বলেন, ‘মাদক সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে দণ্ড প্রদান করা হয়েছে।’
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ‘মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে আমরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেছি।’

কাজল বরণ দাস, পটুয়াখালী