কারাভোগের পর ভারত থেকে দেশে ফিরল ৩০ কিশোর-কিশোরী
ভারতে প্রায় দুই বছর কারাভোগের পর দেশে ফিরে এসেছে পাচার হওয়া ৩০ বাংলাদেশি কিশোর-কিশোরী। আজ বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।
যাদের হস্তান্তর করা হয়েছে তারা হলো- রাজিব ইসলাম, রমজান শেখ, ইউসুফ শেখ, রাজু শেখ, রমজান গাজী, মলয় মন্ডল, সুদিপ্ত মন্ডল, আলাল মন্ডল, নিজাম উদ্দিন, ইয়াসিন, সোহেল সরদার, আরমান মোল্লা, তামিম গাইন, রিফাত হাসান, আব্দুল্লাহ শেখ, কারিমুল খান, সায়ুম মল্লিক, আনোয়ার হোসেন, স্বপ্না মন্ডল, শাহিন রেজা, অহনা শেখ, রুবি সরদার, মিম খাতুন, শারমিন আলী, টুস্পা পারভিন, সাভা খান, রাবেয়া খাতুন, ঝর্না খাতুন, রুনা খাতুন ও শামসুন্নাহার।
তারা খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, বাগেরহাট, নড়াইল, রাজশাহী, নোয়াখালী, মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, রংপুর, নরসিংদী ও মাদারীপুর জেলার বাসিন্দা।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাখাওয়াত হোসেন জানান, প্রায় আড়াই বছর আগে ভালো কাজের আশায় তারা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের কলকাতায় গিয়েছিল। সেখানে পুলিশের হাতে আটক হওয়ার পর অবৈধ অনুপ্রবেশের অপরাধে সে দেশের আদালত তাদের দুই বছরের সাজা দিয়ে কারাগারে পাঠায়।
কারাভোগ শেষে ভারতের পশ্চিমবঙ্গের একটি এনজিও সংস্থা তাদের দায়িত্ব নিয়ে শেল্টারহোমে রাখে। এরপর উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার সন্ধ্যায় তারা দেশে ফেরে।
ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে তিনটি এনজিও সংস্থা- মহিলা আইনজীবী সমিতি, জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস- তাদেরকে গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে।
মহিলা আইনজীবী সমিতির যশোরের প্রোগ্রামার অফিসার রেখা বিশ্বাস জানান, ফেরত আসা কিশোর-কিশোরীদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করা হয়েছে এবং দ্রুতই তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মহসিন মিলন, বেনাপোল