কুড়িল বিশ্বরোডে রিকশার গ্যারেজে আগুন
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার কুড়াতলী বাজারে একটি রিকশার গ্যারেজে ও পাশে একটি টিনশেডের বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
রাফি আল ফারুক বলেন, এখন পর্যন্ত আসা তথ্য অনুযায়ী রিকশার গ্যারেজ ও টিনশেডের বাসাবাড়িতে আগুন লাগে সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে। এরপর আমরা খবর পাই। সেখানে চারটি ইউনিট কাজ শুরু করে। রাত ৮টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ডিউটি অফিসার আরও বলেন, এখন আগুন নির্বাপণের কাজ চলছে। কোনো হতাহতের খবর পাইনি। কীভাবে আগুন লেগেছে, তাও জানা যায়নি। এ ছাড়া ক্ষয়ক্ষতি পরিমাণও জানা যায়নি।

নিজস্ব প্রতিবেদক