হাসিনার মৃত্যুদণ্ড : ঢাবির টিএসসিতে চলছে ভূরিভোজের আয়োজন
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ভূরিভোজের আয়োজন করেছে কিছু শিক্ষার্থী।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় এই ভোজ ও আনন্দ উদ্যাপন অনুষ্ঠিত হওয়ার কথা। টিএসসিতে দুটি গরু ও দুটি খাসি জবাই করে শিক্ষার্থীরা ভোজের প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে।
ডাকসুর সাবেক ভিপি প্রার্থী আব্দুল কাদের এ সংক্রান্ত একটি পোস্ট ফেসবুকে শেয়ার করলে আলোড়ন সৃষ্টি হয়।
আব্দুল কাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন, রায়কে কেন্দ্র করে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশের পাশাপাশি দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী সংগ্রামের সঙ্গীদের সঙ্গে মিলিত হবেন। বাজেট সংকটের কারণে ফান্ডে কিছু ঘাটতি রয়েছে এবং সহায়তা করতে ইচ্ছুকদের ডোনেশনের আহ্বান জানিয়েছি।
পোস্টে আরও বলা হয়, জুলাই আন্দোলনের সময় যেমন আমরা একসঙ্গে স্বৈরশাসকের বিরুদ্ধে লড়েছি, ঠিক সেভাবেই এবারও সবাই মিলিত হয়ে এই আনন্দ উদ্যাপন করব। গরু-খাসি ভোজে সহযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
আরেক পোস্টে আব্দুল কাদের উল্লেখ করেছেন, হুটহাট উদ্যোগের কারণে ফান্ড ও আয়োজনের সবকিছু ম্যানেজ করতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে মাগরিবের পর শিক্ষার্থীরা মিলিত হয়ে খাওয়া-দাওয়ার পাশাপাশি সাংস্কৃতিক আয়োজন করবেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)