বরগুনায় বিলুপ্ত বাইম মাছ চড়া দামে বিক্রি
দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে বিলুপ্তপ্রায় বাইম মাছ বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন এফবি আল্লাহ ভরসা নামের একটি ট্রলার। আজ শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে ঘাটে এই মাছগুলো বিক্রি হতে দেখা যায়। মাছের ৯ মণ কেনা হয় মৎস্য পাইকার জাকির হোসেনের মাধ্যমে, যা প্রতিমণ ২৪ হাজার টাকায় মোট ২ লাখ ১৬ হাজার টাকায় বিক্রি করা হয়।
জানা গেছে, গত দশদিন আগে এফবি আল্লাহ ভরসা ট্রলারটি পাথরঘাটার বাচ্চু গাজীর মালিকানাধীন এবং বাজার সওদাকরের মাধ্যমে গভীর সমুদ্রে মাছ শিকারের উদ্দেশে যাত্রা করে। সেখানে বরশিতে ১০ দিনে ৯ মণ কালো বাইম মাছ ধরা পড়ে।
আরও পড়ুন : স্বর্ণের দামে বড় পতন
ট্রলারের মাঝি বাবুল মিয়া জানান, ৮ থেকে ১০ জন জেলেকে নিয়ে তারা মাছ শিকারে যান। বড়শিতে মাছ ধরার পর বাইম মাছের দাম অন্যান্য মাছের তুলনায় কিছুটা বেশি হওয়ায় তারা খুশি।
পাইকার জাকির হোসেনের ম্যানেজার মো. রাসেল বলেন, এফবি আল্লাহ ভরসা ট্রলারের মালিক বাচ্চু গাজীর কাছ থেকে প্রতিমণ ২৪ হাজার টাকায় ৯ মণ মাছ ক্রয় করেছি। পাথরঘাটায় এই মাছের চাহিদা কম থাকলেও ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে এর প্রচুর চাহিদা রয়েছে। আশা করছি, এগুলো বিক্রি করে আরও বেশি লাভ হবে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এক সময় এই মাছগুলো বিএফডিসি ঘাটে অহরহ দেখা যেত এবং প্রচুর চাহিদা থাকত। ধীরে ধীরে এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। শীতের শুরু থেকে জেলেরা গভীর সমুদ্রে মাছ শিকার করলেও, কিছু অসাধু ট্রলার মালিক, জেলে এবং অবৈধ ট্রোলিং ট্রলার পোনা ধ্বংসের মাধ্যমে বিলুপ্তির পথকে ত্বরান্বিত করছে।

মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)