নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ। ছবি : এনটিভি
নীলফামারী সরকারি কলেজের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- কলেজ স্টেশন ছোট ঈদগাহ মাঠ নীলকুঞ্জ এলাকার জহুরুল ইসলাম মাসুদের মেয়ে তানহা আক্তার (৫) ও একই এলাকার মতিউর রহমানের মেয়ে সাবরিন আক্তার (৬)।
স্থানীয়রা জানান, বাড়ির পাশেই খেলতে খেলতে দুই শিশু কলেজ মাঠের দিকে যায়। সেখানে পুকুরপাড়ে খেলতে গিয়ে তারা পা পিছলে পানিতে পড়ে যায়। কলেজ বন্ধ থাকায় প্রথমে বিষয়টি কেউ টের পায়নি। পরে তাদের মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ইয়াছিন মোহাম্মদ সিথুন, নীলফামারী