ধবধবে সাদার কারণে পিতৃপরিচয় হারানো শিশুর পাশে তারেক রহমান
গায়ের রং ধবধবে সাদা হওয়ার কারণে পিতৃপরিচয় হারানো যশোরের সেই শিশু কন্যা আফিয়া ও তার মায়ের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আফিয়ার লেখাপড়ার পরিপূর্ণ দায়িত্ব নেওয়ার পাশাপাশি আগামী দশ দিনের মধ্যে আফিয়া ও তার মায়ের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকালে যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে আফিয়ার নানা বাড়িতে গিয়ে তারেক রহমানের এ বার্তা পৌঁছে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
আফিয়া ও তার মায়ের মানবেতর জীবন যাপনের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিতেও আসে। এরপরই তিনি এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য দলের নেতাদের নির্দেশনা দেন।
২০২০ সালে যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপাড়া গ্রামের মোজাফফর হোসেনের সঙ্গে একই উপজেলার কুয়াদা বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরা খাতুনের বিয়ে হয়। দুই বছর পর তাদের কন্যাসন্তান আফিয়ার জন্ম হয়।
কিন্তু আফিয়ার গায়ের রং ধবধবে সাদা হওয়ায় শুরু হয় বিপত্তি। এ মেয়ে তার নয় বলে আফিয়ার বাবা তাদের ছেড়ে চলে যান। ৮ মাস পর মোজাফফর হোসেন স্ত্রীকে তালাক দিয়ে বিদেশে চলে যান। তবে কোন দেশে গিয়েছেন, তা কেউ বলতে পারে না। শিশু কন্যাকে নিয়ে সৎমায়ের সংসারে আশ্রয় নেন মনিরা। সেখানেই ভাঙাচোরা ঘরে মেয়েকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তিনি।
বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আগামী ১০ দিনের মধ্যে আফিয়ার জন্য ঘর নির্মাণ করে দেওয়া হবে। পাশাপাশি আফিয়ার লেখাপড়ার পরিপূর্ণ দায়িত্ব এবং তার বাবাকে পরিবারে ফেরাতে পদক্ষেপ নেওয়া হবে।
অমিত আরও বলেন, আফিয়া ‘জেনেটিক ডিসঅর্ডার’ সমস্যায় ভুগছে। এ ধরনের সমস্যা লাখে একজনের হয়। আফিয়ার বাবার পরিবারে শিক্ষার আলো না পৌঁছানোর ফলে একটা খারাপ দৃষ্টান্ত তৈরি হয়ে গেছে। আমাদের নেতার নির্দেশে আমরা তার পাশে আছি, আগামীতেও থাকব।’
এদিকে, তাদের দুর্দশা লাঘবে পদক্ষেপ নেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আফিয়ার মা মনিরা খাতুন।

সাইফুল ইসলাম সজল, যশোর