নাটক-সিরিয়ালে যেভাবে গভীর হচ্ছে বাংলাদেশ-তুরস্কের সম্পর্ক
‘ইয়াসমিন! ইয়াসমিন! আমি প্রেমে পড়ে গেছি...’ ৩২ বছর বয়সী কণ্ঠ অভিনেত্রী রুবাইয়া মতিন গীতি বাংলায় কথাগুলো বলতে বলতে কেঁদে ফেললেন, এ সময় তার নিবিড় দৃষ্টি ছিল পর্দায়। যেখানে চলছিল তুর্কি নাটক ‘কারা সেভদা’ বা ‘অন্তহীন ভালোবাসা’ নামের একটি ধারাবাহিকের নতুন পর্ব। নাটকটি ইতোমধ্যে বাংলাদেশের লাখ লাখ দর্শককে মুগ্ধ করেছে।
ঢাকার একটি রেকর্ডিং স্টুডিওতে ভয়েসওভার শিল্পী রুবাইয়া মতিন গীতি বাংলাদেশে মেগাহিট হওয়া একটি তুর্কি ধারাবাহিক নাটকের ডাবিং করছিলেন। এই পপ-সংস্কৃতির প্রবণতা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের প্রতিফলন।
বাংলাদেশে ভারতীয় টেলিভিশন নাটকের একসময়ের একচ্ছত্র জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ জানানো এই তুর্কি অনুষ্ঠানের সাফল্য নতুন একটি পরিবর্তনের লক্ষণ, যা পর্দার বাইরেও বিস্তৃত। এটি পাঁচ হাজার কিলোমিটার দূরে থাকা দুটি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে জোটের লক্ষণ এবং কূটনৈতিক, বাণিজ্য ও প্রতিরক্ষা সম্পর্ক সম্প্রসারণের প্রতিফলন।
বাংলাদেশে নতুন নতুন তুর্কি রেস্তোরাঁ খোলা হচ্ছে এবং ভাষা শেখার প্রতি সাধারণ মানুষের আগ্রহ দেখা যাচ্ছে, পাশাপাশি দুই দেশের সরকারের মধ্যেও উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এটি এমন সময় ঘটছে যখন ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কে নানা ইস্যুতে টানাপোড়েন চলছে।
গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পতনের পর থেকে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনা তার পুরোনো মিত্র দেশ ভারতে পালিয়ে যান। তার প্রত্যর্পণের অনুরোধে সাড়া না দেওয়ায় দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে।
২০২৪ সালের আন্দোলনে শেখ হাসিনা উৎখাত হওয়ার পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। অনেক বাংলাদেশি মনে করেন ভারত অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, বিশেষ করে নয়াদিল্লি হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে। বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলার বিচার চলছে।
এদিকে, ভারতের ডানপন্থি গণমাধ্যমের একটি অংশ নিয়মিতভাবে তুরস্ককে লক্ষ্যবস্তু করে। দেশটির কিছু সংবাদমাধ্যমে অভিযোগ করা হয়, ভারতের নয়াদিল্লিতে ১০ নভেম্বরের সন্ত্রাসী হামলায় আঙ্কারার সংযোগ রয়েছে। গত বুধবার তুরস্কের সেন্টার ফর কমব্যাটিং ডিসইনফরমেশন (ডিএমএম) এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মো. আনোয়ারুল আজিম বলেন, আঙ্কারা ও ঢাকার মধ্যে সম্পর্ক ‘এখন আরও দৃঢ় হচ্ছে’।
অধ্যাপক আনোয়ারুল আজিম বলেন, ঢাকা-আঙ্কারার সম্পর্ক দুবার ভেঙে পড়েছিল। প্রথমত, ১৯৭১ সালে যখন বাংলাদেশ পাকিস্তান থেকে পৃথক হয় এবং তারপর ২০১৩ সালে, যখন মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে কয়েকজনকে ফাঁসি দেওয়া হয়।
অধ্যাপক আনোয়ারুল আজিম আরও বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য এখনও সীমিত। তবে তুরস্ক বাংলাদেশের প্রধান অস্ত্র সরবরাহকারী হিসেবে চীনের ওপর নির্ভরতার কমানোর বিকল্প হতে চায়।
গত জুলাইয়ে আঙ্কারার প্রতিরক্ষা শিল্পের প্রধান হালুক গরগুন ঢাকা সফর করেন। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সামরিক সরঞ্জাম উৎপাদন নিয়ে আলোচনার জন্য এই মাসের শেষের দিকে তুরস্কে যাবেন বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া বাংলাদেশও তুর্কি ড্রোনের প্রতি আগ্রহ দেখিয়েছে। এই প্রযুক্তি আঙ্কারা ভারতের চিরশত্রু পাকিস্তানকে সরবরাহ করেছে বলে জানা গেছে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধান নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস চলতি মাসে তুর্কি সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বলেছেন, তিনি আঙ্কারার সঙ্গে সম্পর্ক "আরও গভীর করার দিকে মনোনিবেশ" করছেন। তিনি বলেন, ‘আমাদের জনগণের জন্য নতুন সুযোগ উন্মোচন করতে বাংলাদেশ তুরস্কের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত।’
উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি সাংস্কৃতিক বন্ধনও গভীর হচ্ছে।
বাংলাদেশে তুর্কি নাটক পরিবেশন করে এমন একটি টিভি চ্যানেলের অনুষ্ঠান বিভাগের এক কর্মকর্তা বলেন, আমাদের তুর্কি নাটকের জন্য অনুবাদক, চিত্রনাট্যকার, কণ্ঠশিল্পী ও সম্পাদকদের একটি নিবেদিত দল রয়েছে। তারা ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কাজ করছে।
তুর্কি ভাষার প্রতিও আগ্রহ বেড়েছে মানুষের। বেশ কয়েকটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে এখন তুর্কি ভাষা শেখানোর কোর্স চালু করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষক ও অর্থনীতির প্রভাষক শেখ আব্দুল কাদের বলেন, ‘চাহিদা বাড়ছে। আমার একেকটি ব্যাচে ২০ জন শিক্ষার্থী রয়েছে।’
কারও কারও কাছে তুর্কি সংস্কৃতির প্রতি ভালোবাসা এখানেই শেষ নয়। ব্যবসায়িক উদ্যোক্তা ৩৩ বছর বয়সী তাহিয়া ইসলাম তার প্রতিষ্ঠানে তুর্কি থিমের পোশাক বিক্রি শুরু করেছেন। এমনকি, অটোমান ঐতিহ্যে অনুপ্রাণিত হয়ে তিনি ঘোড়ায় চড়তেও শুরু করেছেন।
তাহিয়া ইসলাম বলেন, ‘উসমানীয় যুগে দম্পতিরা ঘোড়ায় চড়ে বাইরে যেত। এখন আমার স্বামীও ঘোড়ায় চড়ে। এমনকি, আমার নিজেরও ঘোড়া আছে।

এনটিভি অনলাইন ডেস্ক