ভোরে পার্কিংয়ে থাকা পিকআপে আগুন
সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি পিকআপভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ শুক্রবার (১৪ নভেম্বর) ভোর ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার মেডলার গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।
এর আগে আশুলিয়ায় পার্কিং করা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইনে ১৩ নভেম্বর 'লকডাউন' কর্মসূচি ঘোষণার পূর্বে এবং পরে বাসে ও পিকআপভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটল।
আরও পড়ুন : স্কুলবাসে আগুন, দগ্ধ ১
বিষয়টি নিশ্চিত করেছেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম।
স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টার দিকে একটি মোটরসাইকেলযোগে দুজন অজ্ঞাত ব্যক্তি এসে পিকআপভ্যানে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে ফোন করে আগুনের বিষয়টি জানান।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাহিদুর রহমান