জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, প্রতিবাদে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
সাতক্ষীরায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরে শহরের খুলনা রোড মোড়ের আসিফ চত্বরে এ বিক্ষোভ হয়।
বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় তারা বলেন, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘জুলাই স্মৃতি স্তম্ভে আগুন কেন, প্রশাসন জবাব চাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’। এসব স্লোগানে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার আহ্বায়ক আরাফাত হোসাইন, সদস্য নাজমুল হক রনি, মুজাহিদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের জুলাই স্মৃতিস্তম্ভে কে বা কারা পেট্রল ঢেলে আগুন দেয়। ঘটনার পর থেকেই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক যুবক আগুন জ্বালানোর সময় যুবলীগ ও শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছে।
তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি এবং পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। স্থানীয়দের দাবি, দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

এস এম জিন্নাহ, সাতক্ষীরা