সরকারি কর্মচারীর বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ
নওগাঁর আত্রাইয়ে মিজানুর রহমান সৈকত নামের এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে ইয়াবা সেবনের গুরুতর অভিযোগ উঠেছে। সম্প্রতি সেই ইয়াবা সেবনের একটি ভিডিও এই প্রতিবেদকের হাতে এসেছে। মিজানুর রহমান সৈকত আত্রাই উপজেলা জনস্বাস্থ্য অফিসে মেকানিক হিসেবে কর্মরত আছেন এবং তিনি মধুগুড়নই গ্রামের বাসিন্দা।
৩৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি অন্ধকার জায়গায় চলছে মাদকদ্রব্য ইয়াবা সেবনের কার্যক্রম। সেখানে এক যুবক মুখে লম্বা একটা কিছু নিয়ে ইয়াবা সেবন করছে। আগুন দিয়ে ও আলো জ্বালিয়ে তাকে ইয়াবা সেবনে সহযোগিতা করছে আরও দুই যুবক। ভিডিওটিতে সৈকত নামের ওই কর্মচারী ইয়াবা সেবন করলেও অন্য দুই যুবক তাকে সহযোগিতা করছিল।
অভিযোগের বিষয়ে সরাসরি বক্তব্য দিতে রাজি না হলেও সৈকত গল্পের ছলে জানান, আমার কাছে টাকা চেয়েছিল এলাকার কিছু লোকজন। টাকা না দেওয়ার কারণে তারা এসব ছড়াচ্ছে। এ ভিডিওটি এআই দিয়ে বানানো। এ বিষয়ে আর কথা বলতে চাই না। আপনাদের যা ইচ্ছা করতে পারেন। সবশেষে, তার পরিবার আছে বলে অনুরোধের সাথে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে আত্রাই উপজেলা জনস্বাস্থ্য অফিসের উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুণ্ডু বলেন, ওটা তার ব্যক্তিগত বিষয়। তবে প্রকাশ্যে এলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

আসাদুর রহমান জয়, নওগাঁ