মামুন হত্যায় অংশ নেওয়া দুই শুটার রিমান্ডে
পুরান ঢাকায় চাঞ্চল্যকর ‘শীর্ষ সন্ত্রাসী’ তারিক সাইফ মামুন হত্যার ঘটনায় অংশ নেওয়া দুই শুটারসহ পাঁচ আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (১২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এ আদেশ দেন।
এদিন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আজ বুধবার রাজধানীর মোহাম্মদপুর থানার অস্ত্র আইনের মামলায় ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন। শুনানি শেষে বিচারক রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন—শুটার মো. ফারুক হোসেন ফয়সাল, শুটার রবিন আহম্মেদ পিয়াস, মো. রুবেল, শামীম আহম্মেদ ও মো. ইউসুফ ওরফে জীবন।
এর আগে আজ সকালে এ মামলায় দুই শুটারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা। হত্যায় ব্যবহৃত দুটি পিস্তল জব্দ করা হয়েছে।
মামলার নথি থেকে জানা গেছে, গত সোমবার (১০ নভেম্বর) সকালে পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় প্রকাশ্যে গুলি করে তারিক সাইফ মামুনকে হত্যা করা হয়। পুলিশ জানায়, পুরোনো একটি মামলার হাজিরা দিয়ে ফেরার পথে সকাল সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে মামুনকে গুলি করে হত্যা করা হয়।

আদালত প্রতিবেদক