পেট্রোল বোমা-হাত বোমাসহ আটক ৩
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের প্রবাসী টিটু সর্দারের বাড়ি থেকে বিপুল পরিমাণ পেট্রোল বোমা ও হাত বোমাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরে তাদের আটক করা হয়। আটক তিনজনের বাড়ি সিলেট, টাঙ্গাইল ও চাঁদপুর জেলায়।
পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচি কেন্দ্র করে সেখানে এসব বিস্ফোরক দ্রব্য তৈরি করা হচ্ছিলো।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে। এ সময় সেখান থেকে হাতে তৈরি পেট্রোল বোমা ও হাত বোমাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। তবে এ সময় ওই বাড়ির কোনো সদস্য বাড়িতে ছিলেন না।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই বাড়ি থেকে তিনজনকে আটক করি। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণে পেট্রোল বোমা ও হাত বোমাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে তারা কীভাবে ওই বাড়িতে এসে অবস্থান নিয়েছে, সেটি আমরা তদন্ত করে দেখছি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সঞ্জিব দাস, ফরিদপুর