ডামি নির্বাচনে অংশ নেওয়াদের ইসির সংলাপে না ডাকার আহ্বান
আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি, ১৪ দলসহ যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার অধীনে ২০২৪ সালের ডামি নির্বাচনে অংশ নিয়ে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, তাদের নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে না ডাকার অনুরোধ জানিয়েছে গণঅধিকার পরিষদ।
আজ বুধবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে গণঅধিকার পরিষদের নেতারা লিখিতভাবে এ দাবি জানান। দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনে নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।
সিইসির সঙ্গে বৈঠক শেষে রাশেদ খাঁন সাংবাদিকদের বলেন, যেখানে জাতীয় ঐক্যমত কমিশন ফ্যাসিস্টদের দোসরদের ডাকেনি। আপনারা (নির্বাচন কমিশন) কেন তাদের ডাকবেন। যদি নিবন্ধনের দোহাই দিয়ে তাদের ডাকেন তাহলে এ দেশের জনগণ কিন্তু আন্দোলন শুরু করতে পারে।
সিইসির কাছে গণঅধিকার পরিষদের দেওয়া চিঠিতে বলা হয়েছে, ‘জাতীয় ঐকমত্য কমিশন যে দলগুলোকে নিয়ে আলোচনা করেছে, শুধুমাত্র সেই দলগুলোকে নিয়ে নির্বাচন কমিশনেরও সংলাপ করার আহ্বান করছি। অন্যথায় ফ্যাসিবাদের দোসররা নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ করার সুযোগ পেলে, সেটি হবে ছাত্র-জনতার রক্তের সঙ্গে প্রতারণা। এমনকি নির্বাচন কমিশন এমন কোনো পদক্ষেপ গ্রহণ করলে জনগণ বিক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করতে পারে।’
চিঠিতে আরও বলা হয়েছে, ‘বিগত ১৬ বছরে আওয়ামী লীগের নেতারা লুটপাট করে অর্থ উপার্জন করেছে। তাদের অবৈধ টাকার কোনো অভাব নাই। সুতরাং পদপদবিতে থাকা আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্রভাবেও নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেলে অর্থের ছড়াছড়ি ও পেশিশক্তির মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। এক্ষেত্রে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু করার লক্ষ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না পায়, সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করার অনুরোধ করছি।’

নিজস্ব প্রতিবেদক