কোনো বাধাই নির্বাচন বানচাল করতে পারবে না : আমান
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান মঙ্গলবার সাভারে এক সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : বাসস
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি দৃঢ়তার সঙ্গে মন্তব্য করেন, কোনো বাধাই এই নির্বাচন বানচাল করতে পারবে না।
গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর এলাকায় একটি ইসলামী সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় আমান উল্লাহ এই মন্তব্য করেন।
আমান উল্লাহ আমান এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের জয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সবার কাছে ভোট প্রার্থনা করেন। এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)