জেলের জালে ১৮ কেজির কোরাল, বিক্রি হলো যে দামে
বরগুনার পায়রা নদীতে ধরা পড়েছে ১৮ কেজির একটি কোরাল মাছ। আজ সোমবার (১০ নভেম্বর) দুপুরে জেলের জালে ধরা পড়ে মাছটি।
ধরা পরা মাছটি বরগুনা বাজারে বিক্রির জন্য নিয়ে আসা হয়। মাছটি স্থানীয় আড়তদার জাফর খোলা ডাকে ২১ হাজার ৬০০ টাকায় বিক্রি করেন।
মাছটির ক্রেতা শাহ আলম জানান, নদীর কোরাল মাছের দেশজুড়ে কদর রয়েছে। তাই আমি মাছটি কিনেছি। এখন এটি আরও বেশি দামে বিক্রি করতে পারব বলে আশা করছি।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসিন বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে সাগর ও নদীতে কোনো জেলে জাল ফেলতে পারেনি। এখন নদীতে পোনা মাছ বেশি। নদীর এই পোনা মাছ খেতে রাক্ষুসে জাতের বড় বড় কোরাল, পাঙাশ বিচরণ করছে এবং ধরাও পড়ছে।

মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)