বিগত দিনে চাকরিতে ঘুষ দিতে হয়েছে, আমরা কখনও ঘুষ প্রশ্রয় দেব না
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রথম গণসংযোগের শুরুতেই নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তন্তর এলাকায় এক পথসভায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান। পথসভায় তিনি বলেছেন, ভোটের জন্য বিএনপি বিগত ১৭ বছর ধরে আন্দোলন করেছে।
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে মুশফিকুর রহমান এসব কথা বলেন।
আরও পড়ুন : ধ্বংসস্তূপে পরিণত গাজা, যা দেখলেন বিবিসির সাংবাদিক
মুশফিকুর রহমান আরও বলেন, বিগত দিনে একটি সরকারি চাকরি পেতে লাখ লাখ টাকা ঘুষ দিতে হয়েছে। আমরা কখনও ঘুষ বা দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, ভবিষ্যতেও দেব না। পাশাপাশি দলের ভিতরে কমিটি বাণিজ্যও আমি মানি না।
মুশফিকুর রহমান অভিযোগ করে বলেন, বিগত ১৭ বছরে কসবা-আখাউড়া এলাকায় পর্যাপ্ত সরকারি বরাদ্দ এলেও রাস্তাঘাটের তেমন কোনো উন্নয়ন হয়নি। সীমান্তবর্তী এই এলাকায় মাদকের আনাগোনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিএনপি ক্ষমতায় এলে এসব অব্যবস্থা দূর করে এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন : দেশের প্রথম কেবল-স্টেইড সেতু হচ্ছে মতলব-গজারিয়ায়
গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে তিনি তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন এবং পরে স্থানীয় একটি ফুটবল খেলায় অতিথি হিসেবে উপস্থিত থাকেন। এ সময় দলের নাছির উদ্দিন হাজারি, মুসলেম উদ্দিন, ইলিয়াস হোসেন, নাজমুল হুদা খন্দকার, মিশন মনসুরসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)