নেতাকর্মীদের ডিজিটাল দক্ষতা বাড়ানোর আহ্বান মির্জা ফখরুলের
সাইবার যুদ্ধে জয়ী হতে দলের নেতাকর্মীদের ডিজিটাল দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখনকার যুগে জনসভার চেয়েও গুরুত্বপূর্ণ হলো বার্তাটিকে ডিজিটাল মাধ্যমে কত বেশি মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে।
আজ রোববার (২ নভেম্বর) রাতে গুলশানের হোটেল লেকশোরে বিএনপির প্রবাসে থাকা নেতাকর্মীদের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণের জন্য দলের ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট গেটওয়ের কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল এই আহ্বান জানান।
লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি এই পেমেন্ট গেটওয়ের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে বলেন, এ কথাটা আমি প্রথম থেকে বলছি, যুদ্ধটা এখন সাইবারের। আপনি কয়টা বক্তৃতা করলেন, আপনি কয়টা জনসভা করলেন সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে কত সংখ্যক মানুষের কাছে আপনি এটি ডিজিটালি পৌঁছাতে পারলেন, দ্যাটস ভেরি ইম্পরটেন্ট (তা খুবই গুরুত্বপূর্ণ)।
মির্জা ফখরুল ইসলাম বিশ্বাস করেন, নতুন এই প্রযুক্তি বিএনপিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই ক্ষেত্রে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন তিনি।
বিএনপি মহাসচিব আরও বলেন, যুগটাই হচ্ছে প্রযুক্তির যুগ, ফোর্থ রেভলিউশনের পরে এখন আপনার কোনো উপায় নেই। সুতরাং আমাদের সকলের দায়িত্ব, বিশেষ করে এটাকে দ্রুত অতি দ্রুত রপ্ত করে তার মাধ্যমেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কাজটা করা।
বিএনপি মহাসচিব কর্মীদের উদ্দেশে একটি উদাহরণ দিয়ে বলেন, মনে করেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় একটা স্ট্যাটাস দিলেন। উনি টুইটার সাধারণত বক্তব্যটা দেন। আমরা যারা আছি, সেটা দেখলাম। আমরা খুব কম সংখ্যক লোক সেটাকে লাইক দেই বা কমেন্ট করি। এটা খুব জরুরি— উনার বক্তব্যটাকে সাপোর্ট করে এগিয়ে নেওয়া।
বিএনপি মহাসচিবের সভাপতিত্বে এবং নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক