দেশের ভোটার বেড়ে ১২ কোটি ৭৬ লাখ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় ধাপের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।
আজ রোববার (২ নভেম্বর) ইসি সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, দেশে এখন ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২, মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন। হিজড়া ভোটার ১ হাজার ২৩০ জন।
ইসি সচিব আখতার আহমেদ জানান, গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত গত দুই মাসে ভোটার বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৯ লাখ ৯ হাজার ৬১০ জন বেশি।
সচিব আরও জানান, আগামী ১৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকায় আরও কিছু পরিবর্তন আসবে। আগামী ১৭ নভেম্বরের মধ্যে দাবি-আপত্তি জানানো যাবে।
আখতার আহমেদ বলেন, ৩১ অক্টোবর যারা ১৮ বছর হয়েছে এবং যারা নিবন্ধন নিয়েছেন তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত।
এর আগে গত ৩১ আগস্ট সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করা হয়। সম্পূরক ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ছিল ১ হাজার ২৩০ জন।
ওইদিন সচিব জানিয়েছিলেন, এই সময়ে মোট ১ লাখ ৩৭ হাজার ৬৪২ নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ৯৪ হাজার ১৯২ জন, নারী ৪৩ হাজার ৪৪৪ জন এবং হিজড়া ৬ জন।
ইসি সচিব জানান, চলতি বছরের ২ মার্চ দেশের মোট ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর ৩০ জুন পর্যন্ত অন্তর্ভুক্ত ভোটারদের সম্পূরক খসড়া ভোটার তালিকা গত ১০ আগস্ট প্রকাশ করা হয়। এ সময় মোট ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটরা অন্তর্ভুক্ত করা হয়। যার মধ্যে ১৮ লাখ ৭০ হাজার ২০৩ জন পুরুষ, ২৭ লাখ ৭৬২ জন মহিলা এবং ২৫১ হিজড়া ভোটার অন্তর্ভুক্ত হয়।
আর অন্তর্ভুক্ত এই ভোটার থেকে মোট ২১ লাখ ৩২ হাজার ৫৯০ ভোটার কর্তন করা হয়। এর মধ্যে ১২ লাখ ২৪ হাজার ৯০২ পুরুষ, ৯ লাখ ৭ হাজার ৬৬৭ জন মহিলা ভোটার এবং ২২ হিজড়া ভোটার কর্তন করা হয়।

নিজস্ব প্রতিবেদক