নবীন-প্রবীণদের সম্মিলিত উদ্যমেই গড়ে উঠবে আগামীর কল্যাণরাষ্ট্র : শারমীন এস মুরশিদ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, কল্যাণরাষ্ট্র গঠন করতে হলে প্রবীণদের অতীত অভিজ্ঞতা, জ্ঞানের আলো আর জীবনের বাস্তবতা নিয়ে নবীনদের সৃজনশীলতার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শনিবার (১ নভেম্বর) রাজধানীর খিলগাঁও পল্লীমা সংসদ কনফারেন্স হলে দিনব্যাপী নবীন-প্রবীণ আন্তপ্রজন্ম মিলনমেলা সম্মেলন উপলক্ষে নবীন-প্রবীণ আন্তপ্রজন্ম স্বনির্ভর ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, আমাদের ঘরে, পরিবারে বা সমাজে যারা প্রবীণ, তাদের সমস্যাগুলো আমরা বুঝব, সমাধানের চেষ্টা করব এবং তাদের পাশে থেকে আশার হাত বাড়িয়ে দেব। কারণ নবীন ও প্রবীণ এই দুই প্রজন্ম আলাদা নয়, বরং একটিই জীবন, যার দুটি অধ্যায়। তিনি উল্লেখ করেন, আজকের নবীন আগামী দিনে তারাই প্রবীণ, এবং নবীন-প্রবীণদের অভিজ্ঞতা আর সম্মিলিত উদ্যমেই গড়ে উঠবে আগামীর কল্যাণরাষ্ট্র।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান, অতিরিক্ত পরিচালক এম এম মাহমুদুল্লাহ, বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান চপল। প্রবীণদের মধ্যে ফজলুল কবির এবং নবীনদের মধ্যে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভি ও ছোঁয়া আনিকা আনজুম বক্তব্য দেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)