জেলের বড়শিতে ১৬ কেজির পাঙাশ, ১৫ হাজার টাকায় বিক্রি
 
বরগুনার বিষখালী নদীতে জেলের বড়শিতে ধরা পড়েছে ১৬ কেজির বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ। নদীর এই পাঙাশের কদর বেশি থাকায় প্রতি কেজি মাছ বিক্রি হয়েছে ৯৪০ টাকায়।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা এলাকায় জেলের বড়শিতে ধরা পড়ে ১৬ কেজির নদীর এই পাঙাশ মাছ। মাছটি ধরার পর জেলা শহরের খাবার হোটেলমালিকের কাছে বিক্রি করেন জেলে। হোটেলমালিক মুজিবুর রহমান মাছটি ১৫ হাজার টাকায় কিনে নেন।
মুজিবুর রহমান বলেন, পায়রা ও বিষখালী নদীর জেলেরা তাদের ধরা বড় আকারের মাছ আমার কাছে বিক্রি করেন। আজ খুব সকালে ধরা পড়া বিশাল সাইজের এই নদীর পাঙাশ মাছটি আমার কাছে নিয়ে এলে ৯৪০ টাকা কেজি দরে কিনে নিই। আমার হোটেলে প্রায় সময়ই বড় সাইজের পাঙাশ বিক্রি হয় বলে অনেকেই দূর-দুরন্ত থেকে খেতে আসেন।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসিন বলেন, বছরের প্রায় সময়ই বরগুনার বিষখালী, বলেশ্বর, বুড়িশ্বর (পায়রা) নদীতে এই সময়ে বড় আকারের পাঙাশ ধরা পড়ে। ২২ দিন সরকারের দেওয়া নিষেধাজ্ঞার সময় নদীতে সব রকমের মাছ ধরা নিষিদ্ধ থাকে। ফলে তখন চলাচলে বাধা না থাকায় পাঙাশ মাছেরা প্রচুর পরিমাণে ছোট মাছ খেতে এসব নদীতে বিচরণ করে থাকে। এই সময়ে নদীতে পোনা জাতের মাছের পরিমাণও বেশি থাকে। পাঙাশ মাছের স্বভাব হলো যেখানে খাবার বেশি মিলে সেখানেই থাকে।

 
                   মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
                                                  মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
               
 
 
 
