মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতা, চার আসামি রিমান্ডে
মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগের মামলায় গ্রেপ্তার চার আসামিকে দুই দিন করে রিমান্ডে নিতে আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (২৬ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওয়াহাব এই আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— মহিউদ্দিন, সাব্বির হোসাইন, মো. আব্দুল্লাহ আল মামুন ও রায়হান আহম্মেদ।
মামলার নথি থেকে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর আসামিরা মালয়েশিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এলে ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে বিমানবন্দর থানায় সোপর্দ করে। সেইদিন মামলার তদন্তকর্মকর্তা এন্টি টেররিজম ইউনিটের পরিদর্শক কে এম তারিকুল ইসলাম আসামিদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ওই দিন আদালতে মূল নথি না থাকায় বিচারক রিমান্ড শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।
এদিকে রিমান্ড শুনানির জন্য আজ আসামিদের আদালতে হাজির করা হয়। এরপরে আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।
চলতি বছরের ৪ জুলাই মালয়েশিয়ায় জঙ্গি-সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়। এদের মধ্যে মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের মধ্যে তিনজনকে দেশে পাঠানো হয়। পরদিন ৫ জুলাই সন্ত্রাসবিরোধী আইনে বিমানবন্দর থানায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা করেন পুলিশের ইন্টেলিজেন্স শাখার পরিদর্শক মো. আব্দুল বাতেন।

আদালত প্রতিবেদক