এ বছর ১১০ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে ৬০ বিজিবি
চলতি বছরে সীমান্তে অবৈধ পণ্য পাচার প্রতিরোধে ব্যাপক সাফল্য অর্জন করেছে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি। এ বছর এখন পর্যন্ত ব্যাটালিয়নটি ১১০ কোটি টাকারও বেশি ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে। আজ শুক্রবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্ত এলাকায় সর্বশেষ অভিযানে আরও পাঁচ কোটি ৭০ লাখ ৭১ হাজার টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়। এ সময় জব্দ করা হয়—প্রায় এক কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় উন্নতমানের শাড়ি ও থ্রি-পিস এবং প্রায় চার কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় চশমা। জব্দ করা এসব পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তরের কার্যক্রম চলছে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, ‘চলতি বছরে ১১০ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করতে সক্ষম হয়েছে ৬০ বিজিবি। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে আমরা অবৈধ পণ্য পাচার প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। বিজিবির নিয়মিত অভিযানের কারণেই সীমান্তে অবৈধ বাণিজ্য কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। বিজিবির এ ধারাবাহিক অভিযানে সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার কার্যক্রম হ্রাস পেয়েছে এবং সাধারণ মানুষের আস্থাও আরও বেড়েছে।’

শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)