কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই ত্রিপুরা যুবককে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় পলাতক রয়েছে আরও দুই ত্রিপুরা যুবক।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা এলাকায় এ ঘটনা ঘটে।
আটক হওয়া যুবকরা হলেন একই ইউনিয়নের হেমন্ত হেডম্যান পাড়ার রনি বিকাশ ত্রিপুরা (৩২) ও গোমতি ইউনিয়নের উদয় কুমার পাড়ার ডেটল বাবু (১৭) । তবে সুমন বিকাশ ত্রিপুরা (১৮) ও রিমন ত্রিপুরা (২২) নামের আরও দুজন ঘটনার পর পালিয়ে গেছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২০ অক্টোবর) রাতে ওই কিশোরী স্থানীয় অযোধ্যা কালি মন্দিরে তার আত্মীয়ের সঙ্গে পূজা দেখতে গিয়েছিল। পূজা শেষে ফেরার পথে চার যুবক ওই কিশোরীর সঙ্গে কথা আছে বলে ডেকে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। কিশোরীর পরিবার ও স্থানীয়রা জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশকে খবর দেয়। পরে মাটিরাঙ্গা থানা পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। ঘটনায় চার যুবক জড়িত থাকলেও দুজন আগেই পালিয়ে যায়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল আলম বলেন, ভুক্তভোগী কিশোরীর বোন বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। পুলিশ পালাতক দুজনকে আটক করেছে। আরও দুই আসামিকে ধরতে অভিযান চলছে।