ভোলায় আটকা পড়া জাহাজের ১৩ নাবিক উদ্ধার

ভোলার তজুমদ্দিনে দুই লাইটার জাহাজের সংঘর্ষের পর চরে আটকা পড়া একটি জাহাজ থেকে ১৩ জন নাবিককে (ক্রু) উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
সিয়াম-উল-হক জানান, সোমবার (২০ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে তজুমদ্দিন থানার বরিশাল বাজার লালঘাট আইল্যান্ড সংলগ্ন এলাকায় ‘এমভি উম্মে হাবিবা’ নামের একটি লাইটার জাহাজের সঙ্গে আরেকটি লাইটার জাহাজ ‘এমভি মডার্ন মেরিন–১৯’-এর সঙ্গে সংঘর্ষ হয়। এতে ‘এমভি মডার্ন মেরিন–১৯’ জাহাজটির তলদেশ ফেটে গিয়ে পানি প্রবেশ করলে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে চরে আটকে যায়। পরে জাহাজের নাবিকরা (ক্রুরা) কোস্ট গার্ডের শরণাপন্ন হন।

পরে রামগতি কোস্ট গার্ড স্টেশন থেকে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৩ জন নাবিককে নিরাপদে উদ্ধার করে। পরে উদ্ধারকৃত নাবিকদের মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।