ধামরাইয়ে সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু
সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ হারায় দুই শিশু। ছবি : এনটিভি অনলাইন
ঢাকার ধামরাইয়ে খোলা সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) রাতে ধামরাই পৌরশহরের ছোট চন্দ্রাইল মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর নাম রাহিম (৫) ও ইয়াছিন (৩)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে ইয়াছিন এবং আব্দুর রহিম খেলতে বের হয়। সন্ধ্যার পর তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে পাশের একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এমন দুর্ঘটনার জন্য বাড়ির মালিকদের অবহেলাকে দুষছেন স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ধামরাই থানা-পুলিশ। তারা নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

জাহিদুর রহমান