মেহেরপুরে পরীক্ষায় ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

এইচএসসি পরীক্ষায় ফেল করায় মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ায় রবিউল ইসলাম (২০) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলে মেহেরপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রবিউল ইসলাম অকৃতকার্য হন। ফল জানার পর থেকেই তিনি হতাশায় ভুগছিলেন। বিকেলে নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে পরিবারের সদস্যরা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখে তিনি গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। এরপর তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজবাহ উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’