রাজনীতির ঊর্ধ্বে গিয়ে ক্রীড়া সংগঠকদের মূল্যায়নের আহ্বান মুক্তিযুদ্ধ উপদেষ্টার
ক্রীড়াঙ্গনের স্বার্থে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদদের মূল্যায়ন করার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, দেশব্যাপী খেলাগুলোর লিগ/টুর্নামেন্ট আয়োজনের জন্য ক্রীড়া সংশ্লিষ্ট ক্লাবগুলোকে আর্থিকভাবে স্বচ্ছল করতে হবে এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে সরকার অনুমোদিত সিএসআর ফান্ড হতে ক্রীড়া সংশ্লিষ্ট ক্লাবগুলোকে অনুদান দেওয়ার ব্যবস্থা করা হবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) অনুমোদিত ক্লাবগুলোর সংগঠন সিজেকেএস ক্লাব সমিতির সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।
সিজেকেএস ক্লাব সমিতি গঠনের জন্য অনুমোদিত সব ক্লাবের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, সবার ঐক্যের মাধ্যমে ক্রীড়াঙ্গনকে সচল রাখার লক্ষ্যে একসঙ্গে কাজ করতে হবে।
সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীমের সঞ্চালনায় সভায় ক্লাব সমিতির কর্মকর্তারা চট্টগ্রামসহ সারা দেশে স্থবির ক্রীড়াঙ্গনকে সচল করার ব্যাপারে মতামত ব্যক্ত করেন। চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে সচল করার জন্য অবিলম্বে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন আয়োজনের পদক্ষেপ গ্রহণে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার মাধ্যমে ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট জাতীয় ক্রীড়া পরিষদ ও সিজেকেএস সভাপতিকে অনুরোধ জানানো হয়।
সভায় সিজেকেএস ক্লাব সমিতির পক্ষ হতে বাংলাদেশের সব জেলা ক্রীড়া সংস্থায় অতিদ্রুত নির্বাচন আয়োজনের পদক্ষেপ গ্রহণ করার জন্যও জোর দাবি জানানো হয়।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা সৈয়দ আবুল বশর, সহসভাপতি নজরুল ইসলাম লেদু প্রমুখ।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)