আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মী রিমান্ডে
 
রাজধানীর মিরপুর থানার পাইকপাড়া এলাকায় সরকারবিরোধী স্লোগান দেওয়ায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ছয় নেতাকর্মীকে দুই দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামএই আদেশ দেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন আসামিদের হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই দিন রিমান্ডে নিতে আদেশ দেন।
আদালতের পুলিশ প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। আসামিরা হলেন–পাবনার সুজানগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মো. জুয়েল রানা (৩৫), ইসলামিয়া কলেজের সাবেক এজিএস ও ছাত্রলীগের কর্মী আল নোমান সাইফ (২৯), যুবলীগকর্মী মো. জুলহাস (২৬), ছাত্রলীগের কর্মী ইমন হোসেন খান মানিক, আওয়ামী লীগের কর্মী মো. সাগর হোসেন (২৭) ও মো. ওহিদুল ইসলাম সুমন (৩৩)।
নথি থেকে জানা গেছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর মডেল থানার পাইকপাড়া জি-টাইপ স্টাফ কোয়ার্টারের ১ নম্বর গেটের সামনে সড়কে আওয়ামী লীগ ও ছাত্রলীগে ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের আটক করা হয়। এ ঘটনায় ওই দিনই মিরপুর থানায় মামলায় হয়।

 
                   আদালত প্রতিবেদক
                                                  আদালত প্রতিবেদক
               
 
 
 
