দুদেশের অমীমাংসিত বিষয়ে মীমাংসার জন্য বলেছি : ডা. তাহের
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আঞ্চলিকভাবে বাণিজ্য বৃদ্ধি ও আগামীতে দুটি ভ্রাতৃপ্রতীম মুসলিম রাষ্ট্রের মধ্যে কীভাবে সর্ম্পক বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া, দুদেশের মধ্যে কিছু অমীমাংসিত বিষয় রয়েছে, বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা শেষে সেগুলো মীমাংসা করার জন্য আমরা বলেছি।
আজ শনিবার (২৩ আগস্ট) বিকেলে সাক্ষাৎ শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এসব কথা বলেন।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে তাদের আমন্ত্রণে সাক্ষাৎ হয়েছে। আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে। আগামীতে দুটি ভ্রাতৃপ্রতীম রাষ্ট্রের মধ্যে কীভাবে সর্ম্পক বৃদ্ধি করা যায়, সার্ককে কীভাবে উন্নত করা যায় এবং দেশের উন্নয়নে কীভাবে কাজ করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।
ডা. তাহের বলেন, সংক্ষিপ্ত আলোচনার পর আমরা বৈঠক শেষ করেছি। গত পনের বছর বাংলাদেশের পররাষ্ট্রনীতি কিছুটা এগ্রেসিভ ছিল। যে কারণে দীর্ঘদিন পাকিস্তানের সঙ্গে সর্ম্পকের উন্নয়ন হয়নি। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে কিছু অমীমাংসিত বিষয় রয়েছে, বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা শেষে সেগুলো মীমাংসা করার জন্য আমরা বলেছি। আমরা মুসলিম দেশ হিসেবে ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তানের ভূমিকা রাখার জন্যও বলেছি।
এর আগে, দুই দিনের সরকারি সফরে আজ শনিবার দুপুরে ঢাকায় পৌঁছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এর মাধ্যমে দীর্ঘ ১৩ বছর পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এলেন।
শনিবার দুপুরে ঢাকায় পৌঁছালে ইসহাক দারকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। এ সময় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও উপস্থিত ছিলেন।
গত ২৭ এপ্রিল ইসহাক দারের ঢাকায় আসার কথা ছিল। তবে ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে দেশটির সঙ্গে সীমান্তে উত্তেজনা দেখা দিলে তার সফর স্থগিত করে ইসলামাবাদ।
এই সফরে দুই দেশের সর্ম্পক পুনরুজ্জীবনের পাশাপাশি রাজনৈতিক স্তরে ঘনিষ্ঠতা বাড়াতে গুরুত্ব দেবে ইসলামাবাদ। অন্যদিকে, ঢাকার চাওয়া সম্পর্ক স্বাভাবিক করা। এই সফরে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের কথা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক