বন্ধুর সাবেক স্ত্রীকে বিয়ে করায় যুবককে কুপিয়ে হত্যা
যশোরে বন্ধুর সাবেক স্ত্রীকে বিয়ে করায় যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত যুবক হলেন আশরাফুল ইসলাম বিপুল (২৬)।
গতকাল শনিবার (১২ জুলাই) রাতে শহরের ষষ্ঠীতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিপুল সদর উপজেলার শেখহাটি জামরুলতলা এলাকার বাসিন্দা।
নিহতের বাবা আখতার হোসেন বলেন, শহরের ষষ্ঠীতলা এলাকার বাপ্পি নামের এক যুবক ছিল বিপুলের বন্ধু। বাপ্পি মাদক সেবন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় তার স্ত্রী তালাক দেন। পরবর্তীতে বিপুল ওই মেয়েকে বিয়ে করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বাপ্পি প্রায়ই হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এমনকি এর আগে কয়েক দফা বাড়ির সামনে বোমাবাজিও করে।
আখতার হোসেন আরও বলেন, শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বাপ্পি মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় বিপুলকে। এরপর বাপ্পি ও তার সহযোগীরা বিপুলকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ শাকিরুল ইসলাম বলেন, বিপুলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। হত্যাকাণ্ডের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

সাইফুল ইসলাম সজল, যশোর