ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের ২ আরোহী নিহত
নীলফামারী রেলস্টেশনের অদূরে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার (২৫ জুন) ভোরে পলাশবাড়ি তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নীলফামারী সদর উপজেলার চওড়াবড়গাছা আরাজি দলুয়া পাটোয়ারীপাড়া গ্রামের সেন্টু চন্দ্রের ছেলে ভবেশ চন্দ্র রায় (৩০) ও কাণ্ঠু চন্দ্রের ছেলে সন্তোষ রায় (৪৫)। নিহত দুইজনই পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
নীলফামারী রেলস্টেশন সূত্রে জানা যায়, আজ ভোর ৬টা ৩৫ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি নীলফামারী রেলস্টেশনে প্রবেশের আগমুহূর্তে ওই দুই মোটরসাইকেল আরোহী লেভেল ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুজনেই কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, কাজের সংকটে রাজমিস্ত্রীর পেশা বাদ দিয়ে ভবেশ ও সন্তোষ ওইদিন পলাশবাড়ি এলাকায় কৃষক দুলাল চন্দ্রের জমিতে আমন ধানের চারা রোপণের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তারা দুজন একই মোটরসাইকেলে ছিলেন।
নীলফামারী রেলস্টেশন মাস্টার মিঠুন রায় জানান, বিষয়টি সৈয়দপুর রেলওয়ে পুলিশকে (জিআরপি) অবগত করা হয়েছে। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি ট্রেনের ইঞ্জিনে আটকে যায়। পরে সেটি সরিয়ে ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ইয়াছিন মোহাম্মদ সিথুন, নীলফামারী