সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে পুশইন
সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৪ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল শনিবার (২১ জুন) দুপুরে কুশখালী সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।
পুশইনের শিকার ব্যক্তিরা জানান, তারা দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাই ও কলকাতার রাজাবাজার এলাকায় বিভিন্ন বাসাবাড়ি, দোকান ও ফ্যাক্টরিতে কাজ করতেন। হঠাৎ ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং দুপুর ২টার দিকে বিএসএফের কাছে হস্তান্তর করে। এরপর বিএসএফ তাদের কুশখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে। তারা সবাই বাংলাদেশি নাগরিক।
বিজিবি জানিয়েছে, ঘটনাটি জানার পর তারা ভারতের আমুদিয়া চেকপোস্টের বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করে। এরপর রাতেই ওই ১৪ জনকে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে, পুশইনের শিকার এসব ব্যক্তির অধিকাংশের বাড়ি ঢাকা, খুলনা, গাজীপুর, গোপালগঞ্জ ও সাতক্ষীরা জেলায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, পুশইনের শিকার নারী, পুরুষ ও শিশুদের জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই শেষে রাত ১২টার দিকে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এস এম জিন্নাহ, সাতক্ষীরা