সাবেক নারী সংসদ সদস্যের বাসা থেকে অস্ত্র, মাদকসহ ছেলে আটক
সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের ছেলে সাফায়েত সরোয়ার রুমনকে মাদক ও অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী।
আজ রোববার (১৫ জুন) দুপুরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন রিফাত আমিনের বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িতে প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে রুমনকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ।
জানা গেছে, সাফায়েত সরোয়ার রুমন আশাশুনির কাদাকাটি গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। তাঁর মা রিফাত আমিন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।
সাতক্ষীরা সেনাক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বাড়ি থেকে আটক করা হয়েছে রিফাত আমিনের মাদকাসক্ত ছেলে সাফায়েত সরোওয়ার রুমনকে। অভিযানের শুরুতে বাড়ির দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন রুমন। এতে পায়ে আঘাতপ্রাপ্ত হন তিনি। বাসা থেকে একটি বিদেশি রাইফেল সদৃশ এয়ারগান, ৩০০ পিস ইয়াবা, মদসহ মাদক গ্রহণের নানা সরঞ্জাম জব্দ করা হয়েছে।
ওই সাবেক নারী সংসদ সদস্য বর্তমানে আমেরিকায় তাঁর বড় ছেলের বাসায় রয়েছেন বলে জানা গেছে। বাড়িতে ছোট ছেলে রুমন একাই বসবাস করছিলেন।

এস এম জিন্নাহ, সাতক্ষীরা