দিনাজপুরে আমের রেকর্ড উৎপাদন
 
দিনাজপুর জেলায় এবার আমের রেকর্ড পরিমাণ ফলন হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে প্রায় ৭০ হাজার মেট্রিক টন আম উৎপাদন হয়েছে, যার বাজারমূল্য প্রায় দেড়শ কোটি টাকা।
গতকাল শনিবার (১৪ জুন) হর্টিকালচার বিভাগের সহকারী পরিচালক মো. হাবিবুর রহমান জানান, ঈদের কারণে কিছুদিন সরবরাহ কম থাকলেও এখন আবার জমে উঠেছে আমের বাজার। কালিতলা ও গোর-এ-শহীদ ময়দানে বড় দুটি পাইকারি বাজারে প্রতিদিন ট্রাক ও পিকআপে করে ঢাকাসহ বিভিন্ন জেলায় আম যাচ্ছে।
আম ব্যবসায়ী গোলাম রহমান জানান, দিনাজপুরের আম বিষমুক্ত ও সুস্বাদু হওয়ায় ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়। ব্যানানা ম্যাঙ্গো, বারি-৪, আম্রপালি, মিশ্রিভোগ, হাড়িভাঙ্গা, কাটিমন ও ছাতাপড়া জাতের আম বেশি বিক্রি হচ্ছে।
নবাবগঞ্জের ভাদুরিয়া বাজার ও জেলার আরও কয়েকটি উপজেলায় বড় আকারে আমের বাগান গড়ে উঠেছে। এসব বাগান ও বাজার কেন্দ্র করে কমপক্ষে ৫০ হাজার মৌসুমি শ্রমিকের কর্মসংস্থান হয়েছে।
দিনাজপুর কৃষি বিভাগ জানিয়েছে, জেলার চার হাজার ২৪৬ হেক্টর জমিতে আমের চাষ হয় এবং এবার বিষমুক্ত আম উৎপাদনের দিকে জোর দিয়েছেন বাগান মালিকরা।
দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের নশিপুর গ্রামের পাঁচশ গাছের আম বাগানের মালিক রশিদুল ইসলাম জানান, তার আম বাগানে সবগুলো গাছেই প্রচুর আমের ফলন হয়েছে। তার মতো দিনাজপুরে আরও অনেক ব্যক্তি এ রকম ভোক্তাদের চাহিদা সম্পন্ন আম বাগান সহজেই করতে পারেন।
রশিদুল ইসলাম আরও বলেন, এই জেলা থেকেই দেশের আমের চাহিদার একটি বড় অংশ পূরণ করা সম্ভব।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ফল ও শস্য) মো. আনিসুজ্জামান জানান, জেলায় আম বাগান রয়েছে প্রায় চার হাজার ২৪৬ হেক্টর জমিতে। গত বছর ফরমালিন আতঙ্কে আমের বাজারে ধস নামায় এবার বিষমুক্ত আম উৎপাদনের অঙ্গীকার করেছেন আমবাগান মালিকরা।

 
                   বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
                                                  বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
               
 
 
 
