বিএনপি ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করে না : শামা ওবায়েদ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, “বিএনপি ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করে না। এটি আওয়ামী লীগের শব্দ।”
গতকাল সোমবার (৯ জুন) বিকেলে শামা ওবায়েদ ইসলাম ফরিদপুর শহরের পুরাতন কালীবাড়ি লাইব্রেরি ভবনে ফরিদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের। আমার শরীরেও যে রক্ত প্রবাহিত হয়, আপনাদের শরীরেও একই রক্ত প্রবাহিত হয়। এটাই আমাদের সবচাইতে বড় পরিচয়। আমরা যে ধর্মেরই হই না কেন, আমরা যে বর্ণেরই হই না কেন—আমরা কেউ সংখ্যালঘু নই। আমরা সবাই সমান, আমরা সবাই এ দেশের মানুষ। আমরা এ দেশের নাগরিক—এটাই আমাদের প্রথম ও বড় পরিচয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশি।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক নিতাই রায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব সুব্রত রবি দাসের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, খন্দকার ফজলুল হক টুলু, দেলোয়ার হোসেন দিলা প্রমুখ।

সঞ্জিব দাস, ফরিদপুর