সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। ছবি : এনটিভি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে উবায়দুর রহমান (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
আজ রোববার (২৭ এপ্রিল) ভোরে মহেশপুর সীমান্তের যাদবপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামের আবু হানিফের ছেলে।
মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘রোববার সকাল সাড়ে ৮টায় বিএসএফ ঘটনাটি বিজিবিকে জানিয়েছে। বিজিবি থেকে আমাকে এমন তথ্যই জানানো হয়েছে। ঘটনাটি ভারতের ২০০ মিটার ভেতরে ঘটেছে বলে জানতে পেরেছি।’

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)