চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার
চাঁদপুরের মতলব দক্ষিণে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে মাদকসহ অস্ত্র উদ্ধার করা হয়।
আজ রোববার (৩০ মার্চ) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান। এর আগে, গতকাল শনিবার (২৯ মার্চ) দিনগত রাত ২টার দিকে মতলব দক্ষিণ উপজেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, শনিবার রাত ২টার দিকে মতলব দক্ষিণ উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় তালিকাভুক্ত মাদক কারবারি আবু সাঈদ (৩৮) ও সাইফুল ইসলামকে (২৯) গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৫৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৮টি বিদেশি মদের বোতল, ১০০ গ্রাম গাঁজা, পাঁচ প্যাকেট ফয়েল পেপার, একটি চাকু, একটি গোপন ক্যামেরা, একটি মোবাইল ফোন এবং এক হাজার টাকার একটি জাল নোট উদ্ধার করে যৌথ বাহিনী।
লেফটেন্যান্ট জাবিদ হাসান আরও বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী ও গ্রেপ্তার ব্যক্তিদের মতলব দক্ষিণ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

                  
                                                  শরীফুল ইসলাম, চাঁদপুর